আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

জাগ্রত হোন মুসলমানগণ


জাগ্রত হোন মুসলমানগণ
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
-----------------------

অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মকে যেভাবে মানে সেভাবে মুসলমানরা তাদের ধর্মকে মানেনা, তাই মুসলমানদের ভিতরে এতো অশান্তি। মুসলমানরা অন্যান্য ধর্মাবলম্বীদের দিকে তাকিয়ে দেখুন , তারা দিনের শুরুটা কখনো তাদের ধর্ম পালনের আগে শুরু করেনা। ধর্মের নিয়ম পালম শেষ করেই তারা দিনের কাজ শুরু করে।


আমি একবার ইন্ডিয়াতে গিয়ে একটা হিন্দু পরিবার ও একটা খ্রীষ্টান পরিবারের ভিতরে কয়েকদিন থেকে দেখেছি , তারা পুরো পরিবার সকালে উঠেই প্রথমে তাদের প্রার্থনার কাজ শেষ করে, তারপর তারা বাইরে কর্মপালনে পদসঞ্চালন করে। আমি তখন নামাজ পড়তামনা। হিন্দু পরিবারটিতে যেদিন প্রথম উঠি সেদিন রাত প্রায় একটা। যখন ঘুমাতে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম তখন হিন্দু পরিবারের কর্তা আমাকে একটা নতুন সাদা কাপড়ের প্যাকেট দিয়ে বলল , “ বাবা এটা নতুন কাপড় এর উপর তুমি নামাজ পড়লে মনে হয় কোন অসুবিধা হবেনা, আমরা তো সকালে উঠেই আমাদের প্রার্থনা শুরু করব , তুমিও নিশ্চয় তোমার প্রার্থনা করবে, তাই ঘুমানোর আগেই কাপড়টা দিয়ে যেতে এলাম।’’

এই প্রথম একটা সুন্দর আততীয়তার প্রদর্শন দেখলাম। যাতে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে তার ধর্ম পালনের জন্যও আততীয়তার কমতি দেখায়নি। তেমনিই খ্রীষ্টান পরিবারে গিয়ে দেখেছিলাম তাদের ধর্মপালন। অথচ মুসলমানরা তাদের ধর্মপালন থেকে অনেক দূরে। তারা ধর্ম পালন করে শুধু জুমার দিন আর রমজান আসলে । বা কিছু নিদ্রিষ্ট দিন আসলে তারা ধর্ম পালনের প্রদর্শনী করে।

আজ দেখলাম ফেইসবুকে একটা ষ্ট্যাটাস এসেছে “ আসিতেছে রমজান, পড়ি সবাই কোরান , একটা হরফে দশটা নেকী , ঘোষনা করেছেন আল্লাহ মহান।’’ যিনি ষ্টাটাসটা দিয়েছেন তাঁকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইনা। মুসলমানদের ধর্মপালনের দূরাবস্থা দেখেই অন্তত পবিত্র মাস রমজানে হলেও তাদেরকে ধর্ম পালনের জন্য তিনি আহবান করেছেন । এতে তিনি বিরাট একটা সওয়াবের কাজ করেছেন। তাঁর এই সুন্দর ষ্ট্যাটাসের ভিত্তিতে মুসলমানদের ধর্মপালনের দূরাবস্থা প্রদর্শন করে তাদের জাগ্রত হবার লক্ষ্যে আমার উক্ত ষ্ট্যাটাসের উপরে আমার এ মন্তব্য লেখার অবতারনা।

বলছিলাম অমুসলীমরা যেভাবে ধর্মপালন করে সেভাবে মুসলমানরা ধর্মপালন করেনা। তারা যে ধর্মপালন করেনা শুধু তাই নয় , মুসলমানদের মধ্যে যারা ধর্ম পালন করে এমন যারা, তারা যদি ধর্মপালন করেনা এমন মুসলমানদের ধর্মপালনের জন্য আহবান করে তবে তারা সেই আহবানকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করতেও দ্বিধা করেনা। ধর্মপালনে আহবানকারীদের তারা মৌলবাদী , ধর্মের অন্ধভক্ত ইত্যাদি উপাধি দিয়ে গালিগালাজ করতে থাকে , জনসমক্ষে তারা এদের সম্মানহানী করতেও ছাড়েনা। তারা আবার মুসলমান নাম নিয়ে মুসলমানদের গন্ডীতে থেকে মুসলমান হিসাবে পরিচয়ও দিতে চায়।

মুসলমানদের এই দুর্দশার কারনে আজ মুসলমানরা দিকে দিকে অশান্তির দাবানলে জ্বলছে। আজ অমুসলীমরা ধর্মকে ঠিকভাবে তাদের ধর্মকে মানছে বলেই তাদের মাঝে এত অশান্তি বিরাজ করছেনা , যত অশান্তি বিরাজ করছে মুসলমানদের মধ্যে তাদের ধর্ম ঠিকভাবে না মানার ফলে।

তাই , মুসলমানদের অশান্তি দূরকরনে প্রয়োজন হবে তাদের ধর্মপালনে জাগ্রত হবার। শুধুমাত্র বিশেষ দিনগুলোতে নয় মুসলমানদেরকে ধর্মপালন করতে হবে দৈনিক। দৈনিক কর্মদিবস শুরু করতে হবে তাদের ধর্মপালনের মধ্য দিয়েই। আল্লাহ পাক আমাদের মুসলমানদের সঠিক ভাবে ধর্মপালনে সুমতি দান করুন । আমীন।
=================


Islam is my life
By Sister Hina
------------------

Iman, rooted deeply in the centre of my heart,
Upon reciting Shahada, from the dunya do I depart
With Islam do me and my heart truly meet
Fixed firmly within every heartbeat

Salah, now an action in my life, everyday
And I Pray Ya Allah that I never go astray
It is through these daily actions I try to purify my soul
It is through praising you Ya Allah , I feel complete and whole

Ramadhan, a whole month I dedicate to you
Away from all desires, sticking to what’s true
SubhanAllah a whole night I pray with sabr (patience)
The night you have named Laylat Al Qadr

Zakat now I give so willingly
To my brothers and sisters, all so dear to me
Again Allah I thank you for everything
All the blessings you have showered on me, makes my heart sing

Hajj is now what I’m yearning to achieve
And join with others, others who truly believe
Ya Allah make a reality what I dream
Ya Allah let me fulfill this beautiful deen

A new life, a straight path leading to you Allah
So honored, so blessed Alhumdulillah
From now on there is no looking back at the past
For Islam is my way until my heart beats its last!!
=================================