আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ২ জুলাই, ২০১২

ইতিহাসে ২ জুলাই


ইতিহাসে ২ জুলাই
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

*** ১৮৪৩ সালের এইদিন – হোমিওপ্যাথিক ঔষধ আবিষ্কারক জার্মানীর স্যামুয়েল হ্যানিম্যান মারা যান। স্যামুয়েল হ্যানিম্যান জার্মানির স্যাক্সনি প্রদেশে মেসেন শহরে ১৭৫৫ সালের ১০ এপ্রিল জন্মগ্রহণ করেন। ১৭৯০ খ্রীষ্টাব্দে তিনি হোমিওপ্যাথিক প্রথম ঔষধ চায়না আবিষ্কার করেন। তিনি ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা চালু করেন। ১৮১০ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন প্রথম সংস্করন লেখেন এবং তা প্রকাশ করেন। ১৮১৮ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন দ্বীতিয় সংস্করন লেখেন। ১৮২৪ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন তৃতীয় সংস্করন লেখেন। ১৮২৯ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন চতুর্থ সংস্করন লেখেন। ১৮৩৩ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন পঞ্চম সংস্করন লেখেন। ১৮৪২ খ্রীষ্টাব্দে অর্গানন অব মেডিসিন ষষ্ট সংস্করন লেখেন। এইটিই তাঁর শেষ অবদান এবং তিনি বলেন পূর্নাঙ্গের পথে হোমিওপ্যাথি। অর্গানন অব মেডিসিন ষষ্ট সংস্করনের বাংলা অনুবাদ করেন অনুবাদক - ডাঃ হরিমোহন চৌধুরী।

*** ১৯৯৮ সালের এইদিন - যুক্তরাজ্যে ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের দ্বিতীয় বই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস (ইংরেজিতেHarry Potter and the Chamber of Secrets) প্রকাশিত হয়। বইটি যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয় ১৯৯৯ সালের ২ জুন । এ বইটির কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস ২০০২ সালে মুক্তি পায়। ক্রিস কলম্বাস চলচ্চিত্রটি পরিচালনা করেন এবং স্টিভ ক্লোভস এর চিত্রনাট্য লিখেন। মুক্তি পাওয়ার পর এটি ইতিহাসে তৃতীয় চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক বক্স অফিসে ৬০০ মিলিয়ন ডলারের অধিক আয় করে। বই ও চলচ্চিত্রের কাহিনী অবলম্বনে নির্মিত একটি ভিডিও গেমস একই নামে ২০০২ সালে মুক্তি পায়। ইলেকট্রনিক আর্টস গেমসটি প্রকাশ করে। সিরিজের অন্য বইগুলোর মত চেম্বার অফ সিক্রেটস বইটিও বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। বইটি যেসব ভাষায় অনূদিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল সার্বীয় , ডাচ , জার্মান , রুশ , হিন্দি , বাংলা , আরবি , ফরাসি, স্পেনীয়,ফারসি, চীনা, জাপানী, ইন্দোনেশীয় প্রভৃতি। বাংলাদেশের অঙ্কুর প্রকাশনী হ্যারি পটার সিরিজের বই গুলোকে বাংলা ভাষায় প্রকাশ করছে। সিরিজের দ্বিতীয় বই চেম্বার অফ সিক্রেটস এর বাংলা অনুবাদ ২০০৪ সালের ২০ ফেব্রুয়ারি অঙ্কুর সর্বপ্রথম বাংলাদেশে প্রকাশ করে। বইটির অনুবাদ করেছেন মুনীরুজ্জামান। এর পৃষ্ঠাসংখ্যা ৩১০। বইটি বাংলাভাষী হ্যারি পটার ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে। চেম্বার অফ সিক্রেটস বইটির পৃষ্ঠাসংখ্যা ২৫১ (যুক্তরাজ্য), ৩৪১ (যুক্তরাষ্ট্র), ৩১০ (বাংলাদেশ)। বইটির অধ্যায় ১৮ । বইটির প্রকাশক ব্লুমসবারি (যুক্তরাজ্য) ,স্কলাস্টিক(যুক্তরাষ্ট্র), অঙ্কুর (বাংলাদেশ)। বইটির ধরণ হচ্ছে রূপকথা।

*********************

০১। ১৯৩০ সালের এইদিনে - বাংলা ভাষা আন্দোলন-সংগ্রামের প্রথম সূতিকাগার এবং বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার আন্দোলন-সংগ্রামের অন্যতম জাতীয় রাজনৈতিক নেতা ধীরেন্দ্রনাথ দত্ত আইন অমান্য আন্দোলনের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার হন । ১৯৪৮ সালের ২৪ জানুয়ারি তিনিই প্রথম পাকিস্তানের গণপরিষদে (করাচিতে) বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেছিলেন। ধীরেন্দ্রনাথ দত্তের জন্ম ১৯৮৬ সালের ২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া (বর্তমান কুমিল্লা) জেলার রামরাইল গ্রামে। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। ১৯২১ সালে কুমিল্লায় ‘মুক্তি সংঘ’ নামে একটি সংগঠন গঠন করেন। ১৯২৩ সালে কুমিল্লায় ‘অভয় আশ্রম’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হন। ১৯২৯ সালে আইন অমান্য আন্দোলনে সংগঠকের ভূমিকা পালন করেন। ১৯৩২ সালের ৯ জানুয়ারি বিপ্লবীদের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি হলে আবার ধীরেন্দ্রনাথ দত্তকে কারাগারে যেতে হয়। ১৯৩৩ সালের ফেব্রুয়ারি মাসে কারাগার থেকে মুক্তি পান। ১৯৪০ সালের ১৪ ডিসেম্বর যুদ্ধবিরোধী প্রচারণা চালানোর অপরাধে আবার তাকে ব্রিটিশ সরকার গ্রেফতার করে। ১৯৪২ সালে ভারত ছাড় আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৪৩ সালে কারাগার থেকে মুক্তি লাভ করেন। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর ধীরেন্দ্রনাথ দত্ত প্রগতিশীল রাজনীতিবিদ হিসেবে পাকিস্তানের রাজনীতিতে স্বীকৃতি লাভ করেন। তিনি ১৯৪৮ সালের ২৩শে ফেব্রুয়ারি পাকিস্তান আইনসভায় সর্বপ্রথম বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য ঐতিহাসিক প্রস্তাব উত্থাপন করেন। তখন থেকেই সুত্রপাত হয় ভাষা আন্দোলনের। তিনিই ভাষা আন্দোলনের পটভূমি রচনা করতে সক্ষম হয়েছিলেন। যার ধারাবাহিকতায় ৪ বছর আন্দোলন-সংগ্রামের পর সৃষ্টি হয় ৫২’ র ২১ ফেব্রুয়ারী। ১৯৫২ সালে তিনি সংসদে মহানভাষা আন্দোলনের পক্ষে জোরলো সমর্থন জানান। ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ অনুরোধে পূর্ব পাকিস্তানে যুক্তফ্রন্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। ১৯৫৮ সালের ৭ অক্টোবর পর্যন্ত তিনি মন্ত্রিসভায় ছিলেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি নরপশু হানাদার বাহিনী ৮৬ বছর বয়স্ক শ্রী ধীরেন্দ্রনাথ দত্তকে ও তাঁর ছোট ছেলে দিলিপ দত্তকে বাসা থেকে ধরে নিয়ে ময়নামতি সেনানিবাসে যায়। শুরু করে নির্মম অত্যাচার, হাত-পা ভেঙে দেয়, চক্ষুদ্বয় উৎপাটন করে। ১৯৭১ সালের নববর্ষের দিন ১৪ এপ্রিল তাঁকে হত্যা করার মাধ্যমে বাংলার সংগ্রামী চেতনার এক বলিষ্ঠ কন্ঠস্বরকে চিরতরে বন্ধ করে দেয় পাকিস্তানি জানোয়ার বাহিনী।

০২। ১৯৪৩ সালের এইদিন - জিমন্যাস্টিক্স হল্যান্ড মহিলা দলের কোচ গেরিট ক্লীরকপারকে ১৯২৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জেতার অপরাধে পোল্যান্ডের সবিবর বন্দী শিবিরে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের মুলে ছিল ইতিহাস কলংকের নায়ক হিটলার । হিটলারের নাজি দর্শন অনুযায়ী সবচেয়ে পবিত্র খেলা জিমন্যাস্টিক্স-এ শ্রেষ্ঠত্বের অধিকার অনার্য(!)দের থাকতে পারে না। একই দিনে খুন করা হয় তার ১৪ বছরের মেয়ে এলিজাবেথ এবং স্ত্রী ক্যাটিকেও , সেই সাথে খুন করা হয় স্বামী আব্রাহাম এবং ১০ বছরের মেয়ে রেবেকা সহ দলের সদস্য হেলেনা ক্লুট নর্ডহেইমকে। দলের অন্যতম সদস্য জুডিজে থেমানস-সিমন্স কে তার স্বামী বার্নার্ড, ৩ বছরের মেয়ে সনিয়া এবং ২ বছরের ছেলে লিও সহ মার্চ ৩, ১৯৪৩ তারিখে সবিবরে বিষাক্ত গ্যাসের সাহায্যে হত্যা করা হয়, স্বামীর সঙ্গে ৮৩ জন শিশু সহ জুডিজে একটি অনাথাশ্রম চালাতেন এই শিশুদেরও প্রায় সবাইকেই মেরে ফেলা হয়। সবিবর বন্দী শিবিরেই জুলাই ২৩ , ১৯৪৩ সালে স্বামী বারেন্ড, ৬ বছরের মেয়ে ইভা সহ মেরে ফেলা হয় উক্ত দলের আরেক সদস্য আন্না ড্রেসডেন-পোলাক। দলের আরেক সদস্য এস্তেলা অ্যাগস্তেরিবে তার ৬ বছরের মেয়ে ন্যানি এবং ২ বছরের ছেলে অ্যালফ্রেডকে মেরে ফেলা হয় ১৭ সেপ্টেম্বর ১৯৪৩ সালে অসউইচ বন্দী শিবিরে, তাঁর স্বামী স্যামুয়েল ব্লিটসকে খুন করা হয় একই বন্দী শিবিরে ২৮ এপ্রিল ১৯৪৪ তারিখে। সকলকেই মারা হয়েছিল বিষাক্ত গ্যাসের সাহায্যে। এই দলের একমাত্র যে ইহুদী প্রতিযোগী ঘটনাচক্রে প্রাণে বেঁচে গিয়েছিলেন তিনি হলেন এলকা ডে লেভি। তিনি মারা যান ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর। একই অপরাধে কোচ গেরিটের ১৮ বছরের ছেলে লিন্ডার্ট-কে মারা হয় ১৯৪৪ সালের ৩১ জুলাই কুখ্যাত অসউইচ বন্দী শিবিরে। এভাবেই ১৯২৮ সালের অলিম্পিকে স্বর্ণপদক জেতা একটা দল ও দলের সদস্যদের নির্মমভাবে স্বপরিবারে ধ্বংস করে দিয়ে ইতিহাস কলংকের নায়ক হিটলার বিশ্ব ধিক্কার পাবার লক্ষ্যে তার কলঙ্কের চিহ্ন রেখে যায়।

০৩। ১৯৬১ সালের এইদিন - সত্যাগ্রহ আন্দোলনের ধারাবাহিকতায় আসামের ভাষা পরিষদ ভাষা দাবী দিবস পালন করে।

০৪। ১৯২৯ সালের এইদিন - বাঙালি নাট্যকার ও নাট্য অভিনেতা অমৃতলাল বসু (১৭ই এপ্রিল, ১৮৫৩- ২রা জুলাই, ১৯২৯) মৃত্যুবরণ করেন । তাঁর জন্ম হয়েছিল কলকাতায়। তিনি নাটক রচনা এবং নাট্যাভিনয়ে সাফল্যের জন্য জনসাধারণের কাছে রসরাজ নামে খ্যাত ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ ও অর্ধেন্দুশেখর মুস্তফীর উৎসাহে তিনি ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল, গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি, বেঙ্গল, স্টার, মিনার্ভা ইত্যাদি রঙ্গমঞ্চে সুনামের সাথে অভিনয় করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি 'জগত্তারিণী পদক' লাভ করেন। তাঁর রচিত গ্রন্থের সংখ্যা চল্লিশ এবং তার মধ্যে নাটক চৌত্রিশ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো - তরুবালা , বিমাতা বা বিজয়বসন্ত , হরিশচন্দ্র, আদর্শ বন্ধু । প্রহসন রচনায়ও তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তার কয়েকটি প্রহসনের নাম হলো : তাজ্জব ব্যাপার , কালাপানি , বাবু , একাকার , চোরের উপর বাটপারি , তিলতর্পণ , ডিসমিশ , চাটুজ্যে ও বাঁড়ুজ্যে।

০৫। ১৯৯০ সালের এইদিন - কোরবানির ঈদের প্রথম দিন। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে-আসা প্রায় ২০ লক্ষ ইসলাম ধর্মাবলম্বিরা সে দিন মেক্কায় আয়োজিত হজ্জ্ব অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। যখন মানুষ হেঁটে হেঁটে মিনা আর মক্কা মোকাররামার মধ্যকার সড়ক সুড়ঙ্গ আর সুড়ঙ্গের উপরের পথ পার হয়ে সামনে এগিয়ে যাছিলেন তখন সাত জন লোক হঠাৎ রাস্তা থেকে সুড়ঙ্গের প্রস্থান পথে পড়ে মারা যান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থালে বিশৃংখল শুরু হয়। তখন সুড়ঙ্গে প্রায় ৫০ হাজার লোক ছিলেন। বাইরের তাপমাত্রা ৪৩ সেন্টিগ্রেট। অনেক বয়স্ক আর দূর্বল লোক বিশৃংখল জনসমাগমের পায়ে পিষ্ট হয়ে মারা যান। তা ছাড়া কিছু কিছু তরুণ-তরুণী শ্বাসরোধ হয়ে মারা যান। এ দুর্ঘটনায় মোট ১৪২৬ জন লোক মৃত্যুবরণ ছিলেন।

০৬। ৬৮৪ সালের এইদিন – কা’বা ঘরের সংস্কার সংস্কার করা হয়।

০৭। ৭১২ সালের এইদিন – ইবনু কাশিম সিন্ধু বিজয় করেন।

০৮। ১৯৭৭ সালের এইদিন - রুশ-মার্কিন লেখক মোঁত্রো ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ নাবকফ (২২শে এপ্রিল ১৮৯৯ , সেইন্ট পিটার্সবার্গ – ২রা জুলাই, ১৯৭৭) মৃত্যুবরণ করেন। তিনি শুরুতে রুশ ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তীতে ইংরেজিতে অভিনব গদ্যশৈলীতে উপন্যাস রচনার জন্য আন্তর্জাতিক খ্যাতিলাভ করেন। এছাড়া লেপিডপ্টেরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ও বেশ কিছু দাবার সমস্যা উদ্ভাবনের জন্যও তিনি স্মরণীয়। নাবকফের “লোলিটা” বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে পরিচিত। এটি ইংরেজিতে তাঁর সেরা সাহিত্যকর্ম।

০৯। ১৯৬১ সালের এইদিন - মার্কিন উপন্যাসিক, সাহিত্যিক, ছোটগল্প রচয়িতা এবং সাংবাদিক আর্নেস্ট হেমিংওয়ে (জুলাই ২১, ১৮৯৯-জুলাই ২, ১৯৬১) মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ১৯২৬ সালে তাঁর প্রথম উপন্যাস 'দি সান অলসো রাইজেস' The Sun Also Rises প্রকাশিত হয়। ১৯৬১ সালে হেমিংওয়ে আত্মহত্যা করেন। হেমিংওয়ের সাহিত্যকর্মভিত্তিক চলচ্চিত্রগুলোর মধ্যে - A Farewell to Arms (starring গ্যারি কুপার), For Whom The Bell Tolls (starring গ্যারি কুপার and Ingrid Bergman), To Have and Have Not (starring Humphrey Bogart and Lauren Bacall), The Killers (starring Burt Lancaster) , The Snows of Kilimanjaro (starring Gregory Peck), A Farewell to Arms (starring Rock Hudson), The Sun Also Rises (starring Tyrone Power), The Old Man and The Sea (starring Spencer Tracy), Adventures of a Young Man, The Killers (starring Lee Marvin), For Whom The Bell Tolls, Islands in The Stream (starring George C. Scott), The Sun Also Rises,The Old Man and The Sea (starring Anthony Quinn), In Love and War (starring Chris O'Donnnell উল্লেখযোগ্য।

১০। ১৭৭৮ সালের এইদিন – ফরাসি দার্শনিক, সমাজবিদ, আলোকিত যুগের অন্যতম প্রবক্তা জঁ-জাক রুসো (২৮শে জুন, ১৭১২ – ২রা জুলাই, ১৭৭৮) মৃত্যুবরণ করেন। ১৭১২ সালের ২৮শে জুন জেনেভা প্রবাসী প্রোটেস্ট্যান্ট মতানুসারী এক ফরাসি পরিবারে রুসোর জন্মগ্রহণ করেন। রুসো বিভিন্ন বিষয়ে লিখেছেন। এগুলির মধ্যে আছে উপন্যাস, নাটক, রাষ্ট্রনীতি, সমাজনীতি, শিক্ষা, সংগীত, উদ্ভিদবিদ্যা প্রভৃতি বিষয়ক গ্রন্থ। তাঁর কয়েকটি বই বাংলায় অনুবাদ হয় । সেগুলি হল ঃ সামাজিক চুক্তি – অনুবাদ: ননীমাধব চৌধুরী , রুশোর সোসাল কন্ট্রাক্ট – অনুবাদ: সরদার ফজলুল করিম , মানব জাতির অসমতার উৎস এবং ভিত্তি – অনুবাদ: মোহাম্মদ হারুন উর রশিদ , আমি রুশো বলছি - অনুবাদ: সরদার ফজলুল করিম।

১১। ১৮৭৭ সালের এইদিন – নোবেল পুরস্কার বিজয়ী কবি এবং চিত্রকর, হেরমান হেস (জুলাই ২, ১৮৭৭ - আগস্ট ৯, ১৯৬২) জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি পরবর্তিতে সুইজারল্যান্ডীয় নাগরিক হন। ১৯৪৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে - স্টেপেনউলফ, সিদ্ধার্থ, এবং দ্য গ্লাস বীড গেইম (যেটি ম্যাজিস্টার লুডিনামেও পরিচিত)।১৯৬২ সালের ৯ আগস্ট হেরমান হেস মৃত্যুবরণ করেন।

১২। ১৫৬৬ সালের এইদিন – ফরাসি ভবিষ্যদ্বক্তা, জ্যোতিষী, লেখক এবং ঔষধ প্রস্তুতকারক ও চিকিৎসা সামগ্রী বিক্রেতা নস্ট্রাদামুস বা মিকেল দে নস্ট্রাদাম (১৪ই ডিসেম্বর বা ২১শে ডিসেম্বর ১৫০৩-২রা জুলাই ১৫৬৬) মৃত্যুবরণ করেন। তিনি তাঁর লিখিত ভবিষ্যৎবাণীসমূহ প্রকাশনা করে বিশ্বব্যাপী বিখ্যাত হয়ে উঠেন। ১৪ই বা ২১শে ডিসেম্বর ১৫০৩ সালে তিনি দক্ষিণ ফ্রান্সের সেন্ট-রেমি-দে-প্রোভিন্সে জন্ম গ্রহণ করেছিলেন।

১৩। ১৯০৬ সালের এইদিন - জার্মান-মার্কিন পদার্থবিজ্ঞানী হান্স আলব্রেশ্‌ট বেটে (জুলাই ২, ১৯০৬ - মার্চ ৬,২০০৫) জার্মানির স্ট্রাসবুর্গে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৬৭ সালে নিউক্লীয় বিক্রিয়া সম্বন্ধে বিভিন্ন তত্ত্ব প্রদান ও গবেষণা, বিশেষত তারার অভ্যন্তরে শক্তি উৎপাদন প্রক্রিয়া নির্ণয়ের জন্য তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। মার্চ ৬, ২০০৫ এ ৯৮ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ইথাকায় মৃত্যুবরণ করেন। তিনি জার্মানী ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকের অধিকারী ছিলেন । পারমানবিক পদার্থবিজ্ঞানী হিসাবে তিনি পরিচিতি লাভ করেন।

১৪। ১৯৯৪ সালের এইদিন - কলম্বিয়ার ফুটবল খেলোয়াড় এসকোবা একজন অস্ত্রধারীর গুলিতে গুলিতে নিহত হন । বিশ্ব কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেওয়া কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ২৭ বছর বয়সী এসকোবা গ্রুপ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলার সময় নিজ দলের বিরুদ্ধে আত্মঘাতী গোল দিয়ে বসেন। ২ জুলাই ভোরবেলায় যখন তিনি একটি ক্লাব থেকে বের হন তখন তিনজন পুরুষ আর একজন নারী তার পথ অবরোধ করে। তাদের মধ্যে একজন এসকোবার গায়ে একটানা ১২ রাউন্ডগুলি ছুঁড়ে। এসকোবাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

১৫। ২০০৩ সালের এইদিন - নর্থইষ্ট ইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (নিপকো) নামে জলবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়।

১৬। ২০০৯ সালের এইদিন - দিল্লি হাইকোর্টের একটি রায়ে স্পষ্টত জানানো হয়েছে প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিক্রমে সমকামিতার আচরণ অপরাধের আওতায় পড়ে না। এই রায়ে আরো বলা হয়েছে যে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার রক্ষা নীতির পরিপন্থী।

১৭। ১৯৭২ সালের এইদিন - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঐতিহাসিক সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির উদ্দেশ্য হল, দু’দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণে সহযোগিতা করা।

১৮। ১৯৭৭ সালের এইদিন - পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই দার্জিলিং পার্বত্য অঞ্চলকে স্বশাসিত অঞ্চল ঘোষণার সিদ্ধান্ত হয় রাজ্য ক্যাবিনেটে।

১৯। ১৭৫৭ সালের এইদিন – নবাব সিরাজউদ্দৌলাকে মীরনের আদেশে নিমক হারাম মোহাম্মদী বেগ জাফরাগঞ্জ প্রাসাদের একটি কক্ষে হত্যা করে।

২০। ১৯৬৭ সালের এইদিন - আদমশুমারী জালিয়াতির বিরুদ্ধে আসামের দাবী সপ্তাহ ১২ দিন দীর্ঘায়িত করা হয় এবং কাছাড় জেলার সর্বত্র পাবলিক সভা সমাবেশ করা হয় ।

২১। ১৯৬৪ সালের এইদিন - মার্কিন প্রেসিডেন্ট জনসেন নাগরিক অধিকার সংক্রান্ত আইন স্বাক্ষর করেন । তখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশী বিবেচিত নাগরিক অধিকার সংক্রান্ত আইন আইনী রুপ লাভ করে। এটা হলো সুদীর্ঘকালসংগ্রামের পর মার্কিন কৃষ্ণাঙ্গদের অর্জিত ফল।

২২। ১৯৪৬ সালের এইদিন - গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত হয়ে। ইটালি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। ১৯৪৮ সালের ১লা জানুয়ারি থেকে ইটালি প্রজাতন্ত্রের বর্তমান সংবিধানটি কার্যকর হয়।

২৩। ১৮৮৯ সালের এইদিন - ব্রাজিলে এক রক্তপাতহীন আন্দোলনের মাধ্যমে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

২৪। ১৫৯১ সালের এইদিন – বিখ্যাত ইতালীয় সংগীতজ্ঞ ভিনসেঞ্জো গ্যালিলি মৃত্যুবরণ করেন। বিজ্ঞানি গ্যালিলিও গ্যালিলির বাবা ছিলেন।

===============