আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা

বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী

সকল মহান ভাষা শহীদগণের প্রতি,
এবং ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত

সকল ভাষা সৈনিক
ও বীর বাঙ্গালীদের জানাই অশেষ শ্রদ্ধাঞ্জলী,
সেইসাথে সকলকে জানাই

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

বিষয় সূচী

সাহিত্য (60) অন্যান্য কবিতা (53) ভালোবাসার পদবিন্যাস ( প্রেম সম্পর্কিত রচনা বিশেষ ) (53) আমার লেখা প্রবন্ধ-নিবন্ধ (37) কবিতা (35) দেশ নিয়ে ভাবনা (33) ফিচার (33) বাংলাদেশ (29) সমসাময়িক (28) খন্ড কাব্য (26) হারানো প্রেম (22) সংবাদ (18) কাল্পনিক প্রেম (16) ইতিহাস (15) প্রতিবাদ (15) সুপ্রভাত প্রবাসী বাংলাদেশ (15) Online Money Making Links (14) দেশাত্মবোধক কবিতা (13) আমার জীবনের দিনপঞ্জী (12) ধর্ম (12) প্রেমের কবিতা (11) ব্যক্তিত্ব (11) রাজনীতি (11) ধর্মীয় আন্দোলন (10) প্রবাসের কবিতা (10) খন্ড গল্প (9) জীবন গঠন (9) বর্ণমালার রুবাঈ (9) ইসলাম (8) প্রগতি (8) মানুষ ও মানবতা (8) হেফাজতে ইসলাম বাংলাদেশ (8) VIDEOS (7) আমার লেখালেখির অন্তরালে (7) ইসলামী জাগরণ (7) মানব মন (7) ট্র্যাজেডি (6) শোক সংবাদ (6) সম্প্রীতি (6) নারী স্বাধীনতা (5) প্রেমের গল্প (5) বিজয় দিবসের ভাবনা (5) মৃত্যুপথ যাত্রী (5) সংবাদ মাধ্যম (5) স্মৃতিকথা (5) ঈদ শুভেচ্ছা (4) প্রবাস তথ্য (4) রমজান (4) শুভেচ্ছা (4) Computer Programer (3) আমার ছবিগুলো (3) আমার রাইটিং নেটওয়ার্ক লিংক (3) পর্দা (3) ফটিকছড়ি (3) বাংলাদেশের সংবিধান (3) বিশ্ব ভালবসা দিবস (3) শিক্ষা (3) শিক্ষার্থী (3) স্লাইড শো (3) News (2) VERIETIES POEMS OF VERIOUS POETS (2) আষাঢ় মাসের কবিতা (2) আষাঢ়ের কবিতা (2) ইসলামী রেনেসাঁ (2) ছাত্র-ছাত্রী (2) থার্টি ফাস্ট নাইট (2) নারী কল্যান (2) নারী প্রগতি (2) নির্বাচন (2) বর্ষার কবিতা (2) মহাসমাবেশ (2) শবেবরাত (2) শরৎকাল (2) শাহনগর (2) শ্রদ্ধাঞ্জলী (2) সত্য ঘটনা (2) সত্য-মিথ্যার দ্বন্ধ (2) সফলতার পথে বাংলাদেশ (2) Bannersআমার ছবিগুলো (1) DXN (1) For Life Time Income (1) For Make Money (1) Knowledge (1) Student (1) অদ্ভুত সব স্বপ্নের মাঝে আমার নিদ্রাবাস (1) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (1) আহলে সুন্নাহ ওয়াল জামা'আত(সুন্নী) (1) উপন্যাস (1) কবি কাজী নজরুল ইসলাম (1) কোরআন - হাদিসের কাহিনী (1) গল্প (1) চট্টগ্রাম (1) চিকিৎসা ও চিকিৎসক (1) জমজম (1) জাকাত (1) তরুন ও তারুণ্য (1) নারী জাগরণ (1) পরকিয়ার বিষফল (1) ফটিকছড়ি পৌরসভা (1) বন্ধুদিবস (1) বাংলাদেশের প্রখ্যাত আলেম (1) বিবেক ও বিবেকবান (1) বিশ্ব বাবা দিবস (1) বিশ্ব মা দিবস (1) ভ্রমণ (1) মন্তব্য (1) মাহফুজ খানের লেখালেখি (1) রবি এ্যাড (1) রমজানুল মোবারক (1) রেজাল্ট (1) রোগ-পথ্য (1) লংমার্চ (1) শহীদ দিবস (1) শুভ বাংলা নববর্ষ (1) শৈশবের দিনগুলো (1) সমবায় (1) সস্তার তিন অবস্থা (1) সাভার ট্র্যাজেডি (1) সিটি নির্বাচন (1) স্বপ্ন পথের পথিক (1) স্বাধীনতা (1) হ্যালো প্রধানমন্ত্রী (1) ২১ ফেব্রোয়ারী (1)

APNAKE SHAGOTOM

ZAKARIA SHAHNAGARIS WRITING

সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা

বর্তমান বিশ্বায়নের যুগে আমরা আর বাংলা ভাষায় কথা বলতে চাইনা । নিজের মাতৃভাষাকে যখন-তখন যেখানে সেখানে অবমাননা করে তৎপরিবর্তে ইংরেজী ভাষা ব্যবহার করতে অভ্যাস্থ হয়ে যাচ্ছি বা হয়ে গেছি ।
আরও একটু এগিয়ে গেলে বলতে হয় - আমরা আজ বাঙ্গালী হয়ে বাঙ্গালী জাতিসত্বা ভুলে গিয়ে ইংরেজী জাতিসত্বায় রক্তের ন্যায় মিশে গেছি !

অথচ একদিন আমরা বাঙ্গালী জাতি একতাবদ্ধ হয়ে রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ত্যাগ করে নিজেদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা তথা বাংলা ভাষাকে সর্বত্র প্রচলন করতে প্রাণ দিতে বাধ্য হয়েছিলাম ! ফলে বিজাতীয় ভাষা উর্দূকে অপসারন করে নিজেদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা অর্জন করে বাংলা ভাষাকে ধারন করেছিলাম । যখন আমরা বাংলার সর্বত্র বাংলা ভাষায় কথা বলা শুরু করেছিলাম ,তখন কিন্তু বিশ্বায়নের যুগটা অনুপস্থিত ছিল তা নয় , বিশ্বায়নের যুগটা তখনও ছিল বিধায় আমরা ইংরেজী শিক্ষায় তখনও বাধ্য ছিলাম । অর্থাৎ যে জন্যে আজ আমরা ইংরেজী শিখছি সেইজন্যে তখনও ইংরেজী শিক্ষার প্রচলন ছিল । ছিল ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তাও । তাই বলে সে সময় বর্তমান সময়ের মত মাতৃভাষা বাংলাকে অবমাননা করা হয়নি । মানুষ সে সময় বাংলায়ই কথা বলেছিল । শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রেই সে সময় ইংরেজী ব্যাবহার করেছিল বাঙ্গালী জাতি

conduit-banners

Powered by Conduit

ফ্লাগ কাউন্টার

free counters

MZS.ONLINE MONEY MAKING WAY

PLEASE CLICK ON MY BANNERS. VISIT MY AFFILIATE SITE "MZS.ONLINE MONEY MAKING WAY ( অনলাইনে অর্থোপার্জনের একটা মাধ্যম )" I HOPE IT WILL BE HELPFUL FOR YOU. Create your own banner at mybannermaker.com!

সোমবার, ১৭ অক্টোবর, ২০১১

অবাঞ্চিত



অবাঞ্চিত
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------

এই সমাজে আমি যে ভাই অবাঞ্চিত একজন ,
সমাজেরই অনিয়মে কোনঠাসা মোর মন ।।
এই সমাজে নাইরে আমার বসারই আসন ,
সত্যবাদীর উপর চলে সমাজপতিদের শাসন ।
অনিয়মের বিরোধীরা পেতে যদি চায় সমাজে আসন ,
সমাজপতিরা তখন তাদের শুনায় তাদের ভাষন ।।


ছিলাম আমি ভালো লোক সমাজের একজন ,
সমাজপতিদের বে-ইনসাফে আমি এক অবাঞ্চিত এখন ।
নীতিবিরোধী সকল কর্ম ছেঁয়ে গেছে আজ সমাজে ,
সমাজপতিগণ কার ক্ষতি করবে কখন দোয়া মাঙ্গে নামাজে !
প্রতিবাদী আমি যখন দাঁড়াই তাদের সম্মুখে ,
সেলবিদ্ধ করে আমায় খন্জর মারে মোর বুকে !
নরকের কীট সমাজপতি করে সমাজ শাসন ,
সুদ-ঘুষখোর সব সমাজপতি কেড়ে নিয়েছে সব সমাজের আসন ।।

টাকার লোভে অপরাধীদের দেয়না তারা সাজা ,
নিরপরাধীদের ফাঁসিয়ে দিয়ে হয় তারা ইনসাফের রাজা !
যত প্রকার অপরাধ হয় থাকে তাতে সমাজপতিদের ইন্ধন ,
তাদের দ্বারাই টুটে থাকে পারিবারিক সব বন্ধন ।।

নিরাপরাধী অপরাধী হয় সমাজপতিদের চাপে ,
সারাজীবন সে পুড়তে থাকে বে-ইনসাফের তাপে ।
সমাজপতিদের লোভের কাছে কত জীবন দিচ্ছে বলি ,
আত্মহননের পথ বেচে নিচ্ছে নিষ্পাপ যত ফুলকলি ।
শত শত সুন্দর সংসার ধ্বংস হচ্ছে একই কারণ ,
সমাজপতিদের বক্রদৃষ্টি দিচ্ছে সদা তাদের তাড়ন ।।
=====================

রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

হতে চাই মোরা প্রকৃত স্বাধীন





হতে চাই মোরা প্রকৃত স্বাধীন

চাইনা থাকতে মোরা লুঠেরাদের অধীন

-  মুহাম্মদ জাকারিয়া শাহনগরী 
------------------------------- 


চল্লিশ বছর পেরিয়ে গেলো স্বাধীন হলো দেশ (?)
লুঠেরাদের অধীন হয়ে দেশের মানুষ হচ্ছে সবাই শেষ
স্বাধীন দেশে রাজনীতিবিদ নামধারী লুঠেরাদের চলছে রাজত্ব ,
দেশের মানুষ , দেশের সম্পদ সকল কিছুই এখন তাদের করায়ত্ব !
দেশোন্নতির স্বপ্ন দেখিয়ে বসে তারা দেশের সিংহাসনে ,
ভাগ-বাটোয়ারায় লুঠছে দেশ রয়েছে তারা দেশের ধ্বংস সাধনে !
বন্ধী সকল দেশের মানুষ রাজনীতিবিদদের গ্যাড়াকলে ,
ধুকে ধুকে মরছে তারা রাজনৈতিক যন্ত্রতলে
দেশের ভিতর আছে সকল লুঠেরা রূপী রাজনৈতিক দল ,
দেশের সমপদ লুঠছে তারা করছে তারা দেশকে বিকল !
দেশ কল্যানের রাজনীতিবিদ নিয়ে রয়েছে শুধুই নিজ কল্যান সাথে , 
জনকল্যানের কথা বলতে গেলেই জনতা সব মরে তাদের হাতে !

একদিন মুক্তিযুদ্ধ করেছিলো দেশের মানুষ -
দেশ স্বাধীনের তরে ,
স্বাধীন হয়েও হলোনা স্বাধীন -
দেশ ও দেশের মানুষ ভুগছে আজও পরাধীনতার জ্বরে ! 

পাকিস্তানীরা চলে গেছে রয়ে গেছে সেই পাকিস্তানীদের দোষর ,
লুঠেপুটে খাচ্ছে তারা চলছে তাদের আনন্দ আর হৈ হুল্লার স্বর !
পাকিস্তানীরা করতো যে কাজ তারাই এখন সে সব কাজ করে ,
পাকিস্তানীদের তাড়িয়ে তারা নিজেরাই পাকিস্তানীদের রূপ নিয়েছে ধরে !
মুহ্ মে শেখ ফরিদ বগল মে ইট ’’ এই যে তাদের রূপ ,
সাচ্ছা দেশপ্রেমিক সেজে তারা বগলদাবা করে নিয়েছে দেশ শাসনের তোপ !

মনে হয়না দেশের কোন রাজনীতিবীদ , কোন দল
বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক ,
তাদের কর্মে , তাদের আচরণে প্রমাণ দেয় - তারা পাকিস্তানীদের দোসর
তারা অন্য কোন দেশের নাগরিক
একদিন চেয়েছিলাম মোরা পরাধীনতার শৃন্খল থেকে স্বাধীন হতে
পাকিস্তানীদের কাছ থেকে মুক্তি ,
আবার মোরা মুক্তি চাই পাকিস্তানীদের দোসরদের কাছ থেকে
হতে চাই মোরা প্রকৃত স্বাধীন - এই আমাদের উক্তি
চাইনা আর থাকতে মোরা পরাধীন, চাইনা থাকতে সন্ত্রাসের শৃন্খলে বন্ধী,
চাইনা আর তাদের গ্যাড়াকলে আটকে থেকে যাঁতাকলে পিষে মরতে ;
হতে চাই মোরা প্রকৃত স্বাধীন , করতে চাই স্বাধীনতার সুখ ভোগ ,
এসো সবাই দেশকে আবার পরাধীনতার শৃন্খল থেকে মুক্ত করতে
==========================================================

শনিবার, ১৫ অক্টোবর, ২০১১

তুমি বিহীন আমি



তুমি বিহীন আমি
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
------------------------------

অন্তরেতে লাগছে দোলা তোমার স্মরণে ,
তুমি বন্ধু কোথায় আছো আমায় বিহনে ?
তোমার লাগি মন উচাটন রইছো কেন দূরে ?
তুমি ছাড়া গানের সুর যে লাগে বেসুরে ।।

তোমায় ছাড়া একা আমি এই নগরে ,
তোমার টানে দোলে মন মনের ঘরে ।
তোমায় নিয়েই ভাবে মন বিজন ঘরে ,
তোমারই অদেখায় চোখে জল যে ঝরে ।।

তোমায় ছাড়া সারাক্ষণ মন মৃত থাকে ,
তোমায় ছাড়া জীবন মোর মরণ যেন ডাকে ।
কি করে থাকি আমি তুমি বিহীন ঘরে ,
ভালো লাগেনা কিছুই তোমায় মনে পড়ে ।।

গাইতে গেলে গান আসেনা তোমার স্মরণ ছাড়া ,
শুইতে গেলে ঘুম আসেনা হয় যে প্রাণ হারা ।
কি করি যে হায় আমি তুমি বিহনে ,
মনে উথ্থাল হাওয়া বহে তোমার তাড়নে ।
হাঁটতে গেলে হয়না হাঁটা মাথা ঘুরে ,
বসতে গেলে হয়না বসা ডাক মন পুরে ।।
======================================

সোমবার, ১০ অক্টোবর, ২০১১

নিঝুম রাতে...




নিঝুম রাতে ...
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
---------------------------- 


জ্যোৎস্নার আলোমাখা রাত্র নিঝুম ,
বাইরেই বসে আছি চোখে নাই ঘুম ।
নীরবে কথা বলি মনের সাথে,
তোমার দেয়া প্লেয়ারটা নিয়েছি হাতে ।
গান শুনি বিরহের নিঝুম রাতে ,
তোমাকে স্মরণ করি প্লেয়ারটাতে ।
শুনশান নীরবতা রাত্রী গায়ে ,
বিজন গলিতে ঘুরি ফিরি খালি পায়ে ।
জনমানব দেখিনা কোন আশে পাশে ,
একাকী আমায় দেখে জোনাকি হাসে ।
পায়ের ছোঁয়াতে লুকায় লাজবতী গাছ ,
বাঁদুড়েরা উড়ে উড়ে দেখায় যে নাচ ।
ঝিঁঝি পোকা ডেকে যায় অনবরত ,
মেঘমালা ভেসে যায় আকাশে যত ।
মেঘ ফেটে আলো পড়ে গাছের ছায়ায় ,
কুকুরেরা ডাক ছাড়ে প্রভূর মায়ায় ।
টুপটাপ শিশির পড়ে টিনের চালে ,
শীত গায়ে প্যাঁচা বসে গাছের ডালে ।
জোনাকিরা আলোদেয় পথের পাশে ,
চলতি পথের দূর্বা ঘাসে শিশির ভাসে ।
মেঘহীন নীলাকাশে দেখি পূর্ণ শশী ,
তোমারই মুখটা নিয়ে আমি ভাবি বসি ।
চন্দ্রের সাথে তুলনা করি তোমারই মুখ ,
চাঁদের সাথে মিলিয়ে তোমায় পাইনা যে সুখ ।
এভাবেই প্রতিরাতে তোমায় খুঁজে যাই ,
তোমার তুলনা তুমিই আর কিছু নাই ।
এমনি সময় সেই তুমি মোর কাছে নাই ,
প্লেয়ারে গান শুনি তাই তোমার মায়ায় ।
====================================

রবিবার, ৯ অক্টোবর, ২০১১

ঘুরে আসুন ফেনুয়া চা বাগান




ঘুরে আসুন ফেনুয়া চা বাগান
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------

যানবাহন বিবরণ :-
চট্টগ্রাম শহর থেকে (হাটহাজারী হয়ে)-ফটিকছড়ি অথবা খাগরাছড়ির বাস যোগে অথবা সিএনজি-প্রাইভেট কার (শেয়ার) যোগে ফটিকছড়ি উপজিলা সদর (বিবিরহাট)। বিবিরহাট (হাতিরপুল) থেকে (গহিরা-হেয়াকোঁ সড়ক হয়ে)-জীপ-সিএনজি-টেক্সি-রিক্সা-প্রাইভেট কার (শেয়ার) যোগে দক্ষিণ রাঙ্গামটিয়া চৌমুহনী বাজার। এখান থেকে (প্রাইভেটভাবে) রিক্সা-সিএনজি-টেক্সি-প্রাইভেট কার যোগে ফেনুয়া চা বাগান।


সময় বিবরণ :-
চট্টগ্রাম শহর থেকে বিবিরহাট-(সর্বোচ্চ) ২ ঘন্টা। বিবিরহাট (হাতিরপুল) থেকে ফেনুয়া চা বাগান-(সর্বোচ্চ) ২ ঘন্টা। (ফিরতি পথের সময় ও অনুরূপ।) বাগানে অবস্থান-(সর্বোচ্চ) ৪ ঘন্টা।


থাকা ও খানা :-
বাগানে থাকার কোন ব্যবস্থা নেই। তবে বিবিরহাটে রাত্রিযাপনের জন্য কমদামী কিছু বোর্ডিং রয়েছে। বাগানে দুপুরের খাবারের জন্য উপজিলা সদর বিবিরহাটই উত্তম। বাগানে বেশিক্ষণ অবস্থানের জন্য দুপুরের খাবার বিবিরহাট থেখেই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত।


বাগান পরিদর্শনের অনুমতি :-
বাগানে প্রবেশ করেই অফিসে গিয়ে কর্তৃপক্ষের কাছ থেখে বাগান পরিদর্শনের অনুমতি নিতে হবে। সেইসাথে কিছু পারিশ্রমিকের বিনিময়ে কর্তৃপক্ষের কাছ থেখে একজন গাইড সংগ্রহ করে নেয়া উচিত হবে।

টিপস :-
সঙ্গে স্টিল ও ভিডিও ক্যামেরা নিতে যাতে ভুল না হয়।

কি কি দেখবেন ?
পুরোটা বাগান জুড়ে দেখতে পাবেন মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি ! মনোহর সব নৈসর্গিক দৃশ্য ! গভীর অরন্যে সরাসরি দেখা মিলতে পারে বিভিন্ন প্রজাতির পশু-পাখি-কীট-পতঙ্গের। ভাগ্য ভালো হলে বাঘের দেখাও মিলতে পারে। আরও দেখুন বাগানের চমক বিশাল চা তৈরীর ফেক্টরী। দেখুন সকল উপজাতীয়দের জীবনাচার। সবকিছুই মনের বাগানে চাষাবাদ হয়ে যাবে আজিবনের মত। বিশ্বাস না হলে ঘুরেই আসুন না একবার হে মহান পর্যটক। এত সুন্দর একটা স্থানে পৌঁছে যেন এ অদমকে একটু স্মরণ করতে মনে কার্পণ্যতা না এসে যায় ...
সকল পর্যটককে ধন্যবাদ

==========

এমন একটা লেখা চাই




এমন একটা লেখা চাই ...

( এ লেখাটি Zinnat Jhinuk নামের একজন পাঠকবন্ধুকে উৎসর্গ করলাম । আমার গতকালের লেখার উপর উক্ত বন্ধুর একটা মন্তব্য না পেলে আমার আজকের এ লেখার সৃষ্টি হতোনা । তাই উক্ত বন্ধুকে জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা )


- মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
--------------------------------------------------- 


কাল একটা লেখা পোষ্ট করেছিলাম -
যারা প্রেমপূঁজারী লেখাটা তাদের ভালো লেগেছিলো ,
আর যারা সমাজের বাস্তবতা নিয়ে ভাবেন লেখাটা তাদের ভালো লাগেনি ।
উক্ত লেখার উপর এক পাঠকবন্ধুর মন্তব্য ছিলো -
(মন্তব্যটি এখানে হুবহু তুলে ধরছিনা )
আমি থেকে বেরিয়ে আমাদের সাথে আসুন ,
আমাকে নিয়ে না লিখে আমাদের নিয়ে লিখুন ,
তাকে নিয়ে না ভেবে তাদের নিয়ে ভাবুন !

ভাবনায় পড়ে গেলাম পাঠকের মন্তব্যে -
কি লিখবো এর প্রতিউত্তর ?
শুধুই বললাম চেষ্ঠা করবো ।
ঠিকই তো ! অবাস্তব প্রেম নিয়ে আর কতো লেখালেখি ?
বাস্তবতার দিকে দৃষ্টি দিতে কেন এতো কার্পণ্যতা ?
প্রেম কি ? শুধুই নর-নারীর প্রতি আকর্ষণ ?
লেখালেখির বিষয় কি ? শুধুই অবাস্তব প্রেমের কল্পনা ?

নাড়া দিয়ে গেলো মনে প্রিয় পাঠকের মন্তব্য ;  
ইদানিং লক্ষ্য করছি , লেখালেখি যেন হয়ে উঠেছে
কেবলই নর-নারীর প্রতি আকর্ষণের দূর্বার আবেগ বিশ্লেষণ !
মানব প্রেম তাতে হচ্ছেনা প্রদর্শিত ,
যাবতীয় লেখালেখি আমি এবং তুমিতে পরিণত ।

আমাদের নিয়ে কে লিখবে ? ভাবনাবহুল একটা প্রশ্ন !
তাদের নিয়ে কে লিখবে, যারা অসহায় ?
তাদের প্রতি কে প্রেম নিবেদন করবে , যারা প্রেমাকাঙ্খী ?
তাদের কথা কে বলবে , যারা অত্যাচারিত - নিপীড়িত ?
তাদের মুখপাত্র কে হবে , যারা মুখ-বধির ?

অনেক কষ্টে প্রিয় পাঠকের মন্তব্য উপলব্ধি করলাম ;
অবাস্তব প্রেমের মহাসমুদ্রে গা না ভাসিয়ে
বাস্তব প্রেমসাগরে অবগাহন করুন ,
রোমান্টিক প্রেমের কল্পনায় উন্মাদ নাহয়ে
মানব প্রেমের কারাগারে বন্দী হোন ,
লেখার মাঝে কল্পনা নয়
চারিপাশের বাস্তবতাকে তুলে ধরুন ,
লেখার মধ্য দিয়ে অসহায়দের সঙ্গী হোন ,
লেখনীতে মানবপ্রেমের ভাষা ফুটিয়ে তুলুন ,
লেখার মাধ্যমেই তৈরী করুন
অন্যায় - অত্যাচার - নিপীড়নের বিরুদ্ধে সোচ্ছার কন্ঠ ,
লেখালেখিতে তুলে ধরুন মুখ-বধিরদের মনের আকুলতা ,
লেখার ভাবনায় শুধু আমি তুমি নয়
ভাবুন আমাদের - তাহাদের - তাহাকে নিয়েও ।

প্রিয় পাঠকের মনের ভাষা বুঝতে পারলাম ; 
এমন একটা লেখা চাই -
যাতে প্রদর্শিত হবে অসহায়দের বুকফাটা আর্তনাদ ,
যাতে ফুটে উঠবে মানব প্রেমের অবিস্মরণীয় রূপ ,
যাতে বলা হবে অন্যায় - অত্যাচার - নিপীড়নের বিরুদ্ধে শাণিত সংলাপ ,
যাতে প্রচার হবে মুখ-বধিদের মনের আরাধনা

প্রিয় পাঠকের আর্জি বুঝতে পারলাম ;
এমন একটা লেখা চাই -
যা প্রমাণ করবে - লেখক শুধু লেখকই নন অসহায়দের সহায়-সঙ্গী , 
যা প্রদর্শন করবে - লেখকের ভিতরকার মানবপ্রেম ,
যা বলবে - লেখক অত্যাচার - অনাচার - নিপীড়নর বিরুদ্ধে অকুতুভয় সৈনিক ,
যা প্রচার করবে - লেখক মুখ-বধিদের মুখপাত্র ।

পাঠকের তাগাদা সম্পর্কে জানতে পারলাম ;
এমন একটা লেখা চাই -
যে লেখা হবে - সমাজের অনিয়মের বিরুদ্ধে সোচ্ছার প্রতিবাদ ,
যে লেখা হবে - অত্যাচার - অনাচার - নিপীড়ন - অবিচার উৎপাটনের ষ্টিম রোলার ,
যে লেখা হবে - মুখ-বধিদের মুখের বুলি ,
যে লেখা হবে - শোষক শ্রেনীর শোষণের বিরুদ্ধে শানিত তলোয়ার ।

প্রিয় পাঠকের মনের কথা জানতে পারলাম ;
এমন একটা লেখা চাই -
যে লেখার বিষয় হবে - অসহায় মানুষদের নিয়ে ,
যে লেখার বিষয় হবে - মানব প্রেম নিয়ে ,
যে লেখার বিষয় হবে - সকল প্রকার অন্যায়ের নির্মূলে ,
যে লেখার বিষয় হবে - শোষকর শোষণের বিরুদ্ধে ।

প্রিয় পাঠকের তীক্ষ্ন দৃষ্টি দেখতে পেলাম ;
লেখককে প্রেমপূঁজারী নয় মানবপূঁজারী হতে হবে ,
লেখককে নিজেকে নিয়েই নয় অন্যকে নিয়েও ভাবতে হবে ,
লেখককে কল্পনায় নয় সমাজ সংশোধনের চিন্তায় মগ্ন হতে হবে ,
লেখককে ব্যক্তিগত জীবনই নয় সমষ্ঠিগত জীবন নিয়েও পথ চলতে হবে ।
====================================================== 

শনিবার, ৮ অক্টোবর, ২০১১

কেন তুমি বুঝোনা



কেন তুমি বুঝোনা
মুহাম্মদ জাকারিয়া শাহনগরী
----------------------------------


মনের ভিতর চলছে এ কি !
এ কেমন যন্ত্রণা ?
তোমায় দেখেই শান্তি-সুখ ,
তুমি কেন বুঝোনা ??

যখনি আসো তুমি চোখের কাছে
চোখের মাঝে দেখা দেয় রঙ্গীন ভূবন ,
যখনি তুমি চলে যাও দূরে সরে
মন যেন করে মোর নরক গমন !
তোমার সাথে যখন কথা বলি
পাই যেন তখন স্বর্গ-সুখ ,
তোমারই কথা যখন বন্ধ হয়
এসে যায় মনে মোর সর্ব দুঃখ !
এ কেমন যাতনা বলো -
দিয়েছে মোর মনে হানা ?
তোমারই স্মরণে যে মোর সুখানন্দ ,
তুমি কেন বুঝোনা ??

তোমার আলাপ ধ্বণিতে হয়
জীবনালয় মোর মুখরিত ,
তোমারই নিশ্চুপ মুখ দেখে
মনখানা মোর হয়ে যায় পীড়িত !
তোমার আসায় হয়
জীবন মোর উজ্জ্বলময় ,
তোমারই চলে যাওয়ায় হয়
জীবন যেন মোর ধ্বংসময় !
এ কেমন সময় বলো -
দিচ্ছে কেবলই যাতনা ?
তোমারই পরশে মোর আনন্দ খুশি ,
কেন তুমি বুঝোনা ??
============================= 

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

You can receive $975.00 monthly


CLICK ON THIS 

LINK= 



EARN INCOME FROM YOUR SITE

Turn your valuable website visitors into money. Work online and join our free money making affiliate program. We offer the most payment rate to help maximize your revenue stream.
Join our cash making program absolutely no charge and 100% risk free.
Sign Up...

Generate a constant stream of income

Our free money program enables you to establish a steady stream of money, 24 hours a day, 7 days a week, 365 days a year. Allowing you more time to focus on other tasks.
You'll even receive income while you not working!
Get paid after you stop working

Create multiple new profit streams each and every month. Get revenue after you stop working or even retire at an early age with a broad income stream. Do this one time and get paid over and over again. It is best way to create amazing new levels of profit and success on the Internet.
MONEY WHILE YOU SLEEP
Earn $1,000... $2,000... $5,000... Turn your blog traffic into cash!
You get money for every person that clicks on our advertizing. Our wish is to enable you to make as much as possible from your site. We pay monthly, either by check, or using PayPal. Crazy Uncle Lowell Crazy Uncle Lowell believes honesty, a little work and cooperation with like minded folks can help people build a better future for themselves and their families.

U Have Website We have Cash

If you have website put our banner on it, make money for each visitor
fast2earn.com


CLICK ON THIS LINK=

FOR JOIN

http://fast2earn.com/c.php?337592

Affiliate Program ”Get Money from your Website”

Products / Services - SELF ESTABLISHMENT HELPING ASSOCIATION (SEHA)