CIH ভাইরাস তৈরি করেন চেন ইং হাও –এর নামের অদ্যাক্ষর অনুযায়ী ভাইরাসটির নামকরণ করা হয়। এ ভাইরাসকে চেরনোবিল ভাইরাসও বলা হয়। এটি ২৬শে এপ্রিল বিপর্যয় ঘটায়। ১৯৮৬ সালের ২৬শে এপ্রিল রাশিয়ার চেরনোবিলে মারাত্মক পারমাণবিক বিষ্ফরণ ঘটেছিল। চেরনোবিলের ২৬শে এপ্রিলের ঘটনাকের স্মরণ করে এ ভাইরাস ২৬শে এপ্রিল কার্যকর হয় বলে একে চেরনোবিল ভাইরাস বলা হয়। একে ‘স্পেস ফিলার’ও বলে। কারণ এটি ফাইলের ভিতরের খালি জায়গা দখল করে। এর কারণে এন্টিভাইরাস ভাইরাসটি ধরতে পারেনা। এই ভাইরাসের আক্রামণ থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সর্তক থাকুন । CIH ভাইরাসের লক্ষণঃ
ক. কম্পিউটারের প্রোগ্রাম রান করে না। CIH ভাইরাসের একটি ভার্সন এর জন্য দায়ী। এই ভাইরাস প্রোগ্রামের .exe ফাইলের নাম পরিবর্তন করে ফেলে।
খ. কম্পিউটার অন হচ্ছে কিন্তু সি ড্রাইভ পাওয়া যাচ্ছে না।
গ. কম্পিউটার অন করলে কিছুই দেখা যায় না।
ক্ষতিঃ এটি মাদারবোর্ডের বায়োস নষ্ট করে দেয়। হার্ডডিস্কের পার্টিশন মুছে দেয়।
০২। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস । Life Does Not Rewind' শ্লোগানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস । মাদকের ভয়াবহতা রোধে ১৯৮৭ খ্রিস্টাব্দে জাতিসংঘের ৪২তম অধিবেশনে এই তারিখে দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
০৩। আজ নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক দিবস International Day in Support of Victims of Torture দিন দুই কারণের জন্য ইউনাইটেড Nations সাধারণ বিধানসভার দ্বারা নির্বাচন করা হয়েছিল। ১৯৯৭ সালের ১২ই ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে ২৬শে জুনকে আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় , এরপর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।
০৪। ২০১১ সালের এইদিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুর প্রবাসী আকতার হোসেনের ছেলে জিয়াদকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায় ওয়াসিম, সাদেক, স্বপন, শাকিব গং। ওইরাতে ফতুল্লার ভূঁইগড়ে ওয়াসিম তার দ্বিতীয় স্ত্রী লাকীর বাসায় জিয়াদকে নিয়ে যায়। পরে জিয়াদের মায়ের কাছে মুক্তিপণ দাবি করে ৩ লাখ টাকা। ওয়াসিমকে চিনে ফেলায় ২৭শে জুন জিয়াদকে ঘুমের ওষুধ খাইয়ে সন্ধ্যার পর একটি তোয়ালে দিয়ে মুড়িয়ে কাঁচপুর ব্রিজের ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ২৯শে জুন সকাল পৌনে ৮টায় শীতলক্ষ্যা নদী থেকে জিয়াদের ভাসমান লাশ উদ্ধার করে র্যাব।
০৫। ২০১১ সালের এইদিন দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামে প্রকাশ্যে এক সালিশ বসে। সালিশের মধ্যে অসহায় দুই নারীকে চরিত্রহীনা অপবাদ দিয়ে তাদের হাত-পা বাঁধা হয়। শ’ শ’ মানুষের সামনে তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় নির্যাতন। নির্যাতনের পর তাদের তওবা পড়ানো হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়নাল হকের উপস্থিতিতেই ঘটে এ ঘটনা। কিন্তু বিচার নামে চালানো এ পৈশাচিক নির্যাতনের কেউ প্রতিবাদ করেনি। বরং উল্লাসে ফেটে পড়ে অনেকে দিয়েছে হাততালি।
০৬। ২০১০ সালের এইদিনে শুধুমাত্র ঢাকায় " আমরা খাটি গরিব..." গ্রুপের পথ-শিশুদের মাঝে আম বিতরণ উৎসব হয়েছিল। ৩০শে জুন ২০১২ তারিখে পথ-শিশুদের জন্য আম উৎসব হবে ঢাকা, চট্টগ্রাম এর পাশাপাশি খুলনাতেও। " পথ-শিশুদের জন্য আম উৎসব ২০১২ " নামে এ অনুষ্ঠান পরিচালিত হবে । যেকোনো বিষয় সম্পর্কে জানতে ও সাহায্য পাঠাতে যোগাযোগ করুন :- রাকিব কিশোর - ০১১৯০১৩৭২৮৩ (ঢাকা), রোহিত হাসান কিছলু - ০১৭১৬৬১৩৭০৭ (ঢাকা), মুন্তাসির অমি - ০১৬৭০৩৪৬০০৬ (চট্টগ্রাম), এম.এইচ. শরীফ - ০১৮১৪৭৮৩৬৯২ (চট্টগ্রাম), রিফাতুল ইসলাম রাফি - ০১৭১৭১২০৮৪৬ (চট্টগ্রাম), জনী চৌধুরী - ০১৮১৮০৭৭০৮৫ (চট্টগ্রাম), শেখ ফয়সাল - ০১৮১১১৪৯৮০৪ (চট্টগ্রাম), এছাড়া সাহায্য পাঠাতে পারেন এই ব্যাংক একাউন্টে - A/c name : Rohit hasan kislu, A/c number - 110.101.97783, Dutch Bangla Bank limited “ আমরা খাঁটি গরীব ” গ্রুপ এবং পেজ-এর লিংক -
http://www.facebook.com/amra.khati.gorib
০৭। ২০০৯ সালের এইদিনে ঢাকার কারওয়ান বাজারে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিন ব্যবসায়ী নিহত এবং গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী আহত হন। চাঁদা দিতে অস্বীকৃতির জের ধরে এই হত্যাকাণ্ড চালান হয়।
০৮। ২০০৯ সালের এইদিনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক স্থাপনা সমুহ সংরক্ষণের জন্য আদালতের নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করা হয়েছিলো । মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা অব: মে জে শফিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক মুনতাসির মামুন এ রিট আবেদনটি করেছিলেন।
০৯। ২০০০ সালের এইদিনে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার স্থায়ী সদস্যপদ লাভ করে।
১০। ১৯৯৪ সালের এইদিনে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালের বেডে ৬৫ বছর বয়সে দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে লেখিকা, শহীদ জননী, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম ( জন্ম : মে ৩, ১৯২৯ - মৃত্যু : জুন ২৬, ১৯৯৪ ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমীদেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্মমভাবে শহীদ হন। বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি 'শহীদ জননী'র মযার্দায় ভূষিত হন ৷ তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।
১১। ১৯৭৯ সালের এইদিনে কিংবদন্তীর মুষ্ঠীযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন।
১২। ১৯৭৮ সালের এইদিনে উইনিপেগ এর উদ্দেশ্যে যাত্রা করা এয়ার কানাডা ফ্লাইট ১৮৯ বিধ্বস্ত হয়।
১৩। ১৯৭৭ সালের এইদিনে এলভিস প্রিসলি শেষ কনসার্ট করেন।
১৪। ১৯৭৬ সালের এইদিনে তৎকালীন পৃথিবীর উঁচুতম ভবন সি এন টাওয়ার খুলে দেয়া হয়।
১৫। ১৯৭৫ সালের এইদিনে দেশের আভ্যন্তরীন পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা গান্ধী দেশে জরুরী অবস্থা ঘোষণা করেন এবং নির্বাচন স্থগিত করে দেন।
১৬। ১৯৭৪ সালের এইদিনে প্রথম বারের মত বারকোড ব্যবহার করে কোন খুচরা পন্য বিক্রয় হয়। পন্যটি ছিল চিবানোর গাম।
১৭। ১৯৬০ সালের এইদিনে সোমালিল্যান্ড ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৮। ১৯৫৯ সালের এইদিনে উত্তর আমেরিকার মহাসাগরগামী জাহাজ এর জন্য সেইন্ট লরেন্স সি-ওয়ে খুলে দেয়া হয়।
১৯। ১৯৫৫ সালের এইদিনে বহরমপুর, মূর্শিদাবাদে ভারতের মুর্শিদাবাদ জেলা গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় । সোম থেকে শনিবার ১২টা থেকে ৭টা পর্যন্ত কর্মসময় এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে এ গ্রন্থাগার।
২০। ১৯৪৮ সালের এইদিনে পশ্চিমা জোট বার্লিন এ এয়ার লিফট দেয়া শুরু করে যখন সোভিয়েত ইউনিয়ন পশ্চিম বার্লিন অবরুদ্ধ করে দেয়।
২১। ১৯৪৫ সালের এইদিনে জাতিসঙ্ঘ সনদ স্বাক্ষর হয়।
২২। ১৯৩৪ সালের এইদিনে প্রথম বারের মত ব্যবহারিক হেলিকপ্টার ফক উল্ফ এফ ডাব্লিউ ৬১ আকাশে উড়ে।
২৩। ১৯২৪ সালের এইদিনে আমেরিকান সৈন্যরা ডোমিনিয়ন রিপাব্লিক ত্যাগ করে।
২৪। ১৮৯৩ সালের এইদিনে ইলিনয়ের গভর্ণর মে দিবসের ঘটনায় পুলিশ হত্যা মামলায় অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন ।
২৫। ১৮৩৮ সালের এইদিনে উনিশ শতকের প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক , বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৬, ১৮৩৮- এপ্রিল ৮,১৮৯৪) বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে । বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাঁর আদিনিবাস ছিল হুগলি জেলার দেশমুখো গ্রামে। তাঁর প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁটালপাড়ায় আসেন এবং সেখানেই বসবাস শুরু করেন। রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র।
২৬। ১৮১৯ সালের এইদিনে বাই সাইকেল এর পেটেন্ট করা হয়।
২৭। ১৫৪১ সালের এইদিনে ২৬শে জুন লিমায় পিসার্রোর শত্রু আলমাগ্রোর পুত্র এবং তার বারো সহকারীরা পিসার্রোর প্রাসাদে আক্রমণ করে এবং সেখানে পিসার্রোকে হত্যা করে।
২৮। ১৪৮৩ সালের এইদিনে রাজা ৩য় রিচার্ড ইংল্যান্ড এর রাজা হন।
২৯। ১২৮৪ সালের এইদিনে কিংবদন্তীর হ্যামিলন এর বংশিবাদক ১৩০ শিশুকে নিয়ে হারিয়ে যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন